শয়তান অজগর সাপের মত, তার ফনা অতি বিষাক্ত । মুরিদ যখন গুনাহে লিপ্ত হয় বা হারাম খাদ্য আহার করে তখন তার শক্তি আরো বৃদ্ধি পায়। বিষ ক্রিয়া কলবের মধ্যে গিয়ে প্রভাব বিস্তার করে।
ঠিক তখনই মুরিদ যখন গুনাহ হতে তাওবা করে ইসমে জাত ও পাস-আনফাসের জিকির করতে থাকে, তখনই শয়তান দুর্বল হয়ে পড়ে এবং কবরে নূর পয়দা হয়।
الا بذكر الله تطمئن القلوب
এে সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে বলেন, জেনে রাখ আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। ( সুরা রাদ – ২৮ )
ইসমে জাত ও ফাস আনফাসের জিকির করার নিয়ম :-
১। জিহ্বা বন্ধ করে ইসমে জাতের জিকির করা (আল্লাহ আল্লাহ্)
২। ফাস-আনফাস এর জিকির করা ( লা ইলাহা ইল্লাল্লাহ্)
( জিয়াউল কুলুব ১২১ পৃষ্ঠা )
আপনার মতামত লিখুন :