নামাজের মধ্যে দুনিয়াবি খেয়ালে ডুবে থাকলে অথবা নামাজে খুশু-খুজ, বিনয়, নম্রতা ও হুজুরী কলবে নামাজ না পড়লে এবং লােক দেখানাে মনােবৃত্তি নিয়ে নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে। এ ব্যাপারে আল্লাহ বলেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
বাংলা উচ্চারণ: ফাওয়াইলুল্লিল মুছাল্লীন, আল্লাজিনা হুম আন ছােয়ালাতিহিম ছাহুন, আল্লাজিনা হুম ইউরাউন।
অর্থ- “অতএব ওয়েল নামক দোযখ সেসব নামাজির, যারা তাদের নামাজের সমন্ধে বেখবর, যারা লােক দেখানাের জন্য নামাজ পড়ে”। (সূরা মাউন আয়াত-৪-৬)
পবিত্র কুরআনে অন্য এক জায়গায় আল্লাহ বলেন, واذا قاموا الى الصلاه قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله الا قليله
বাংলা উচ্চারণ: ওয়া ইজা কামু ইলাছ ছােয়ালাতী কামু-কুছালা ইউরাউনান্নাছা ওলা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা ক্বলিলা।
অর্থ- “বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায়, তখন অত্যন্ত অলস্যের সঙ্গে দাঁড়ায়। মানুষকে দেখাইবার জন্য, অন্তর তাদের স্মরণ করে না, অল্প সংখ্যক ব্যতিত”। (সূরা নিসা আয়াত-১৪২)।
শয়তান মানুষকে, ক্বলবে ওসওয়াসা দিয়ে, দুনিয়ার আজে বাজে ধ্যান খেয়ালের মাধ্যমে, উভয়ের মাঝে বাধা সৃষ্টি করে। নামাজে হুজরী ক্বলব তথা খুশু খুজু একাগ্রতা নষ্ট করে দেয়।
সুতরাং হুজরী ক্বলব ছাড়া নামাজ হয় না। (বুখারী শরীফ ১ম খন্ড ৪৬৪ পৃ: ১০নং হাশিয়া)।
► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা
► পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।
► পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।
☎ হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408
আপনার মতামত লিখুন :