কেন সূফিবাদে আসবেন?
তরিকত ফাউন্ডেশন
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ /
০
নিজের মনকে আল্লাহর দিকে নিবিষ্ঠ করার জন্য সূফিবাদের গুরুত্ব অপরিসীম। মানুষ নিজেকে পবিত্র করতে সূফিবাদের বিকল্প নেই ।
কেন সূফিবাদে আসতে হবে নিম্নে তা তুলে ধরা হলো:-
- আল্লাহর নৈকট্য লাভ করতে।
- শয়তানের চক্রন্ত ও কুপ্রবৃত্তি থেকে দুরে থাকার জন্য।
- আত্মাকে পবিত্র রাখার জন্য।
- কল্যাণ লাভ করতে।
- দেহ ও আত্মার সমন্বয় সাধন করতে ।
- নফসের কুমন্ত্রনা থেকে মুক্তি পেতে।
- কলবকে জাগ্রত করতে।
- চারিত্রিক পরিশুদ্ধতা অর্জন করতে।
- আখেরাতে সফলতা লাভ করতে।
- ইবাদতে একাগ্রতা সৃষ্টি করতে।
- আত্মার প্রশান্তি লাভ করতে।
- মুমিনের হৃদয় কে নূরময় করতে সূফিবাদে আসতে হবে।
► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা
পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।
পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।
হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408
আপনার মতামত লিখুন :