দরবেশ হলো ফার্সী শব্দ যার বাংলা অর্থ হলো দরিদ্র, ফকির বা মিসকিন। অর্থাৎ যারা দুনিয়া লাভের চিন্তা থেকে মুক্ত এবং আরাম আয়েশের যাবতীয় আসবাব উপকরণ পরিত্যাগ করেছেন তাদেরকেই দরবেশ বলা হয়।
হুজুর পাক (সা:) দোয়া করতেন : আল্লাহুম্মা আ’হয়িনী মিসকিনা। অর্থাৎ হে আল্লাহ আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো। তিনি আরও বলেন হাশরের দিন আল্লাহ নির্দেশ দিবেন আমার বন্ধুগণকে আমার নিকট পেশ করো। ফেরেস্তারা তখন বলবে আপনার বন্ধু কারা? আল্লাহ ঘোষণা করবেন যে আমার বন্ধু হল ফকির, মিসকিন। এখানে ফকির-মিসকিন বলতে দুনিয়া ভোগ বিলাস ত্যাগিদেরকে বুঝানো হয়েছে।
এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে এরশাদ করেন: والله الغني وانتم الفقراء উচ্চারণ: ওয়াল্লাহুল গানিযু ওয়াআনতুমুল ফুক্বারা। অর্থাৎ প্রকৃত ধনী তোমরা সবাই যারা মুখাপেক্ষী-দরিদ্র। (সুরা মুহাম্মদ-৩৮)
হযরত শিবলী রহ. বলেন আলফাকিরু মাল্লা ইয়াসতাগনী বিশাই ইন দুনিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য আর কোন কিছুতে শান্তি পান না সেই আসল ফকির।
► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা
পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।
পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।
হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408
আপনার মতামত লিখুন :