দায়িমী সালাত কি? ও কিভাবে আদায় করতে হয় জেনে নিন


তরিকত ফাউন্ডেশন প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ /
দায়িমী সালাত কি? ও কিভাবে আদায় করতে হয় জেনে নিন

প্রথমে আমরা জেনে নিব দায়িমী অর্থ কি? দামে শব্দের অর্থ হল অবিরাম, সর্বদা বা বিরতিহীন আর সালাত অর্থ হলো স্মরণ করা বা প্রতিষ্ঠা করা। দায়িমী সালাত মানে আল্লাহ ও তাঁর রাসুল (সা:) কে অবিরাম স্মরণ করা এবং এই স্মরণের মাধ্যমে তাঁদের সহীত সংযোগ স্থাপন করা। এ সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, الَّذِیۡنَ هُمۡ عَلٰی صَلَاتِهِمۡ دَآئِمُوۡنَ

অর্থ: যারা তাদের নামাজে সার্বক্ষনিক কায়েম থাকে। (সুরা মাআরেজ ২৩)

আল্লাহ আরো বলেন, اَلَا بِذِکۡرِ اللّٰهِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ

অর্থ: নিশ্চই আল্লাহর জিকিরই আত্মা প্রশান্তি লাভ করে। (সুরা রাআদ ২৮)

আরেকটি আয়াতে উল্লেখ আছে, وَ الذّٰکِرِیۡنَ اللّٰهَ کَثِیۡرًا وَّ الذّٰکِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمۡ مَّغۡفِرَۃً وَّ اَجۡرًا عَظِیۡمًا

অর্থ: আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য মহান আল্লাহ্ মাহা পুরস্কার রেখেছেন। (সুরা আহযাব ৩৫) সুতরাং বুঝা গেল আল্লাহর জিকরই সর্বশ্রেষ্ট কাজ। যেমন আল্লাহ বলেন,  ؕ وَ لَذِکۡرُ اللّٰهِ اَکۡبَرُ

অর্থ: আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। (সুরা আনকাবুত ৪৫)

 

► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা

► পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।

► পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।

☎ হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408