মাওলানা রুমীর দৃষ্টিতে পীর মুরিদের প্রয়োজনীয়তা


তরিকত ফাউন্ডেশন প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ /
মাওলানা রুমীর দৃষ্টিতে পীর মুরিদের প্রয়োজনীয়তা

 

মাওলানা রুমীর দৃষ্টিতে পীর মুরিদের প্রয়োজনীয়তা

১। আমার মুর্শিদ হযরত শামসুত তাবরীজের গোলামী না করা পর্যন্ত আমি মাওলানা রুমী কামেল হতে পারিনি।

২। তোমার পীর যখন তোমাকে মুরিদ বলে স্বীকৃতি দিবে, রাসুল তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে। আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিবেন।

৩। এক মুহুর্ত আউলিয়ায়ে কিরামের সহচর্জ লাভ করা শত বছরের ত্রুটিহীন ইবাদত থেকে উত্তম।

৪। যদি কামেল পীরের সোহবত ক্ষনিকের জন্য ও পাও তা গ্রহণ করো। জেনে রাখো তাহা হাজার বছরের ফকিরের হতেও উত্তম।

৫। হে বৎস ! তোমার উপর যদি মুর্শিদের ছায়া না থাকে, তবে শয়তানের ওয়াসওয়াসা তোমাকে সর্বদা অস্থির করে রাখবে।

৬। তুমি যদি আল্লাহ পাকের সামনে বসতে চাও তবে কামেল পীরের দরবারে বসে যাও।

৭। শত শত কিতাব আগুনে নিক্ষেপ কর। তোমার সীনাকে পীরের ধ্যান দ্বারা সত্য নূর দিয়ে ফুল বাগানে পরিণত কর।

 

► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা

► পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।

► পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।

☎ হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408