মানব স্তরে স্তরে সৃষ্টি হয়েছে। তা আমি কুরআনের আলােকে প্রমাণ করছি ইনশাআল্লাহ্।
আল্লাহ বলেন- উচ্চারণ: ওয়াক্কাদ খালাক্বাকুম আত্বওয়ারা। অর্থ: তিনি তোমাদেরকে কয়েকটি স্তরে সৃষ্টি করেছেন
(সুরা নূহ-১৪)
আর সে ৭টি স্তরগুলো কুরআনে এরশাদ হয়েছে:
১. শরীর:- ওলাক্বাদ খালাক্বনাল ইনছানা মিন সুলালাতিম মিন ত্বীন। অর্থ: আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। (সুরা মুমিনুন-১২)।
২. নফস:- ইয়া আইয়ুহান্নাফছুল মুত্বমা ইন্নাতুরযিয়ি ইলা। অর্থ: হে শান্ত নফস ফিরে এসো তোমার রবের দিকে । (সুরা ফাজর -২৮)। এ আয়াতে আল্লাহ্ তায়ালা নফস কে সৃষ্টি করে তার দিকে মনোনিবেশ করার আদেশ দিয়েছন।
৩. ক্বলব:- কাতাবা ফী কুলুবিহিমুল আইমান। অর্থ: কলব সমূহে ঈমান কে নির্ধারিত করে দিয়েছেন। (সুরা মুজাদালাহ-২২)
৪. সের:- এটা একটি রূহানী নূর নফসের আশা বাস্তবায়নের মাধ্যম এই সের ব্যাতিত নফস বেকার।
৫. রূহ:- রূহ এটি একটি রূহানী নূর। যা নফসকে বাঁচিয়ে রাখে। আল্লাহ বলেন: কুলিররুহু মিন আমরি রাব্বিহ। অর্থ: হে নবী আপনি বলুন । রূহ আমার রবের আদেশ। (সুরা বণী ইসরাঈল-৮৫)
৬. খফী:- এটাকে অনেকে আখফা ও বলে থাকেন। এটি গোপনীয় একটি নূর । আল্লাহ বলেন: ইয়ালামুছ ছিররা ওয়া আখফা। অর্থ: তিনি সির ও আখফাকে জানেন অর্থাৎ গোপন ও অতি গোপন বিষযয়ে জানেন (সুরা ত্বোহা-৭)
৭. আকল:- অর্থাৎ জ্ঞান
► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা
পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।
পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।
হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408
আপনার মতামত লিখুন :