মিলাদ ও কিয়াম শরীফ


তরিকত ফাউন্ডেশন প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ /
মিলাদ ও কিয়াম শরীফ

মিলাদ ও কিয়াম শরীফ

 

তিলাওয়াত (বাংলা উচ্চারণ):

আউযু বিল্লাহি মিনাশ শাইতুয়ানির রাজীম। বিছমিল্লাহির রাহমানির রাহিম। লাক্কাদ জ”আকুম রাছুলুম মিন আনফুছিকুম, আজিজুন আলাইহি মা আনিম হারিছুন আলাইকুম, বিল মুমিনিনা রাউফুর রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহহু ইউছালুনা আলান নাবিযয়্যি-ইয়া আইয়ুহাল্লাজীনা আমানু ছালু আলাইহি ওয়া ছাল্লিমু তাছলিমা।

সকলে মিলে

 

আল্লাহুম্মা ছাল্লিয়ালা ছাইয়িদিনা মাওলানা মোহাম্মদ

ওয়া আলা আলে ছাইয়িদিনা মাওলানা মোহাম্মদ।

০১। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না।

সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলবেন না। ঐ

০২। দুরুদ শরীফ একবার পড়লে, ১০টি নেকি তাতে মিলে

আরও ১০টি পাপ কেটে যায়, হাদীসেতে বর্ণনা। ঐ

০৩। আল্লাহর জাতি নূরের জ্যোতি নবীজি,

ইয়া ইমামুল মুরছালিন আশেক হয়ে পড়েন দুরুদ, সয়ং রাম্বুল আলামিন। ঐ

০৪। মদীনা মদীনা শুনি, দেখার ভাগ্য হইল না।

নবীর রওজা না দেখাইয়া কবর দেশে নিও না। ঐ

০৫। আমরা সবাই গোনাগার গো, নবী আপনায় চিনলাম না।

সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুইলেন না। ঐ

০৬। কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া

গরীব রাত্রে দিয়েন দেখা নূরের পর্দা উঠাইয়া। ঐ।

০৭। আমরার নবী নূরের নবী, নাইকো যাহার তুলনা

নবীজিকে মাটির বললে, ঈমান কারও থাকবে না। ঐ

০৮। আসমানের ফেরেস্তারা, কাতারে কাতারে খারা

নবীর দুরুদ পড়েন তারা, মোহাম্মদ ইয়া রাসুলাল্লাহ্। ঐ

৯। দেহের ঘরকে কাবা বানাইয়া, দিলকে বানাও মদিনা

দিলের আয়নায় দেখা দিবেন, শাহেন শাহে মদিনা। ঐ

১০। ওগো আমার দয়াল নবী, দেখা দিয়েন স্বপনে।

দুই নয়নেন দেখব তোমায়, এই অধমের নিদানে। ঐ

১১। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের।

মাবুদ আশেক নবীর জন্য, নবী আশেক উম্মতের। ঐ

১২। ধন্য গো দয়াল রেজভী বাবা, ধন্য আপনার জিন্দেগী

আপনার দ্বারা প্রচার হইল, ঈমানের মূল নবীজি। ঐ

 

জিকির 

লা-ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা্হ

আসমান জমিন বানাইলা, বেতশত- দোযখ সাজাইলা

জিন-ইনসান তুমি পাঠাইলা, নূর নবীজির উছিলা। ঐ

১। আল্লাহ আল্লাহ জিকির কর, পীর মুর্শিদের চরণ ধর

হুজুরী ক্বলবে নামাজ জড়, কাশফে দেখবে নূর আল্লাহ্। ঐ

২। বহু দুরে মদিনা কেমনে যাব জানিনা

দয়া কর দয়াল আল্লাহ্, পুরাও মনের বাসনা। ঐ

৩। নামাজ রোজা ছােো না, মা-বাবার খেদমত ভুইলনা

নবীর দুরুদ ছাইরোনা, আমার নবীজিকে ভূইলনা। ঐ

৪। সাদ্দাত জান্নাত বানাইলো, মনে মতো সাজাইলো

একটি কদম রাখার পরে, আজরাঈলকে পাঠাইলা। ঐ

৫। নমরুদ আগুন জালাইল, ইব্রাহিমকে ফালাইল

আগুন হইল ফুল বাগিছা নূর নবীজির উছিলা। ঐ

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

 

দাড়িয়ে সালাম দিবেন:

ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা, ছালাওয়াতুল্লা আলাইকা

১। আপনি যে নূরের নবী, নিখিলেন ধ্যানের ছবি

আপনি না এলে দুনিয়ায়, আঁধারে ডুবিত সবি । েঐ

২। আপনি মদিনা হইতে, সবকিছু পারে দেখিতে

মোদের লাশ কবরে রাখিলে, লইয়েন গো আপনার কোলে। ঐ

৩। ওগো নবী সালাম করি দারাইয়া, দেখা দাও পর্দা উঠাইয়া

দেখিব আপন নয়নে, এ আরজ আপনার চরণে। ঐ

৪। আজরাঈল আসিবে যবে, প্রাণবায়ু কেড়ে নিবে

এত কঠিন জ্বালারও সময়, দিও দখা নবী দয়াময়। ঐ

৫। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরস্তা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। ঐ

৬। উহুদের ময়দানে নবী, দান্দান শহীদ করি

ভাইলেন ইসলামের তরী, সেই তরী নিবেন পার করি। ঐ

৭। ওগো নবী আপনি রহমতে ভরপুর, আপনি যে আল্লাহর জাতি নূর

আপনি যে রহমতের ভান্ডার, আপনি যে উম্মতের কান্ডার। ঐ

৮। সাধ্য নাই যেতে মদিনা, দিন রাত েএই তো ভাবনা

দেখা দেন নবী স্বপনে, এই আরজ আপনার চরণে।ঐ

৯। জিবরাইল ডাকে বার বার, খুলে দাও আসমানের দুয়ার

এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার দিদার। ঐ

১০। হে রাসুল লাখো বার, মোরা যে উম্মাত গুনাহগার

কে আছে মোদের তরাইবার, হাশরে ভরসা আপনার। ঐ

 

লাখো সালাম:

মোস্তফা জানে রহমত পে লাখো সালাম

শমহে বজমে হেদায়াত পে লাখো ছালাম। 

১। গাউছুল আযম ইমামুত-তুক্বা ওয়ান নুক্বা

জালওয়ায়ে শানে কুদরত পে লাখো ছালাম। ঐ

২। সানজিরি আজমিরি খাজা গরীবে নেওয়াজ

উছ মঈনুদ্দীন ও মিল্লাত পে লাখো ছালাম। ঐ

৩। শাহ জালাল ইয়ামেনী বাবা মুজাররাদী

শাহানশাহে বেলায়ত পে লাখো ছালাম। ঐ

৪। ডালো-দি ক্বালবুমে আজমতে মোস্তফা

হেকমতে আ’লা হযরত পে লাখো ছালাম। ঐ

৫। মুরশিদী সায়্যিদি কেবলা ছদরুল আমিন 

হাদিয়ে দ্বীন মিল্লাত পে লাখো ছালাম। ঐ

৬। মুরশিদি ছায়্যিদি ক্বেবলা হাবিব শাহা

শাহানশাহে তরিকত পে লাখো ছালাম। ঐ

 

বসে পড়বেন:

বালাগাল উলা বিকামালিহী, কাশাফাদ্দুজা বিজামালিহী, হাসনাতে জামিউহে ছোয়ালিহী

সাল্লু আলাইহি ওয়া আলিহী। 

ছাল্লিমু ইয়া কাউমুবাল, ছাল্লি আলা ছদরিল আমিন, মোস্তফা মাজা ইল্লা রাহমাতাল্লিল আলামীন।

 

জিকির:

লা-ইলাহা ইল্লাল্লা্হ ১০০ বার

আল্লাহু আল্লাহ ১০০ বার

আল্লাহ – ১০০ বার

 

► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা

► পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।

► পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।

☎ হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408