শরীয়ত ও মারিফতের পার্থক্য


তরিকত ফাউন্ডেশন প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ /
শরীয়ত ও মারিফতের পার্থক্য

সালাত

শরিয়তের অর্থ :  স্মরণ সংযোগ স্থাপন বা প্রার্থনা করা।

মারিফতের অর্থ : মারিফতের অর্থ প্রভুর দিদার উপলব্ধি পরিপূর্ণ রূপলাভ করা।

সিয়াম

শরিয়তের অর্থ : সংযম হওয়া, বিরত থাকা।

মরিফতের অর্থ : সকল মোহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা । (ছয় রিপু) নফস উপবাস)

হজ্ব

শরিয়তের অর্থ : ইচ্ছা করা কাবা দর্শন।

মারিফতের অর্থ : আত্ম দর্শন।

যাকাত

শরিয়তের অর্থ : পবিত্র করা, ধন বিলিয়ে দেওয়া।

মারিফতের অর্থ : আমিত্ব ত্যাগ করা।

কুরবানী

শরিয়তের অর্থ : পশু জবাই করা।

মারিফতের অর্থ : দেহের পশু সত্বাকে হত্যা করা।

জিহাদ

শরিয়তের অর্থ : চেষ্ঠা করা প্রতিরোধ করা বা যুদ্ধ করা।

মারিফতের অর্থ : নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা।

অযু

শরিয়তের অর্থ : দেহের ৪টি অঙ্গ ধৌত করা, সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন হওয়া।

মারিফতের অর্থ : তাওবা করা কলব পরিস্কার করা।

গোসল

শরিয়তের অর্থ : সমস্ত শরীর ধৌত করা।

মারিফতের অর্থ : কলব কে পরিশুদ্ধ করা

 

► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা

পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।

পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।

☎ হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408