সুন্নত কাকে বলে? রাসূল (সঃ)-এর সুন্নত কি?
‘সুন্নত’ শব্দের অর্থ সুস্পষ্ট রীতি, নিয়ম বা তরীকা। প্রচলিত অর্থে সুন্নত বলতে হযরত রাসূল (সঃ)-এর রীতিনীতিকে বুঝানো হয়ে থাকে। ইসলাম। পরিভাষায় আল্লাহ এবং রাসূল (সঃ)-এর পছন্দনীয় রীতিনীতি ও নির্দেশিত পথকে সুন্নত নামে অভিহিত করা হয়ে থাকে। হযরত রাসূলে আকরাম (সঃ) ছিলেন উম্মতে মোহাম্মদী’র জন্য শিক্ষক স্বরূপ। মুসলমানদের চাল-চলন, আচার-ব্যবহার, ইবাদত-বন্দেগী এবং আদর্শ ও চরিত্র কেমন হবে, শিক্ষাগুরু হিসেবে তিনি নিজের জীবনে এসব বাস্তবে আমল করে উম্মতের জন্য নিদর্শন রেখে গেছেন। তার সারা জীবনের কথা ও কাজের মাধ্যমে রেখে যাওয়া আদর্শ উম্মতে মোহাম্মদীর জন্য তরীকা বা সুন্নতে রাসূল (সঃ)।
মানবের দেহ এবং আত্মা এই উভয় অংশের উৎকর্ষ সাধন ব্যতীত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। তাই হযরত রাসূল (সঃ) মানুষের চরিত্র সংশোধনের পদ্ধতি শিক্ষাদানের পাশাপাশি আত্মার উন্নতি সাধনের পদ্ধতিও শিক্ষা দিয়েছেন, যাতে মানুষ আল্লাহর পরিচয় লাভ করতে পারে। আত্মিক উন্নতির বলেই মানুষ সৃষ্টির সেরা তথা আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারে।
হেদায়াতের দায়িত্ব নিয়োজিত রাসূলের উত্তরসুরি অলী-আল্লাহগণ রাসূলের সুন্নত অনুসারেই মানুষকে সুশিক্ষা দিয়ে থাকেন। অর্থাৎ মানুষের বাহ্যিক চরিত্র এবং আত্মিক উন্নতি বিধানই তাদের লক্ষ্য। তাদের শিক্ষা পদ্ধতি অনুসারেই রাসূল (সঃ)-এর সুন্নত আদায় হয়।
ফলে, মানুষ তার আধ্যাত্মিক উন্নতি নিজেই পরিষ্কারভাবে অনুভব করতে পারে- বই পড়ে, বাহ্যিক ও আনুষ্ঠানিক ধর্ম আচরণের মাধ্যমে যা অর্জন করা সম্ভব নয়। বেলায়েতের যুগে রাসূলের সুন্নত আমল করার উপযুক্ত প্রশিক্ষণ নিতে হলে, অলী-আল্øাহর সাহচর্যে যাওয়া একান্ত প্রয়োজন।
আপনার মতামত লিখুন :