স্তর চিনে জিকির করলে যে ফলাফল পাওয়া যায়


তরিকত ফাউন্ডেশন প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ /
স্তর চিনে জিকির করলে যে ফলাফল পাওয়া যায়

স্তর চিনে জিকির করলে যে ফলাফল পাওয়া যায়। 

জেনে নিন স্তরগুলো কি কি 

হযরত হাজ্বী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহ.) জিয়াউল কুলুব কিতাবের ১০৬ নং পৃষ্ঠায় তুলে ধরেছেন যে, জিকিরের স্তর চিনে জিকির করলে ফল প্রসু হয়। 

যেমন:

১। জিকিরে জিসিমি = শারিরিক জিকির

২। জিকিরে নাফসি = আত্মিক জিকির

জিকিরের স্তর সমূহ :-

১। নাসুত – পার্থিব জগত বা জীব জগতকে বুঝানো হয়।

২। মালাকুত – রুহ ও ফেরেস্তার জগত বা সচ্চদেহধারী জগতকে বুঝানো হয়।

৩। জাবারুত – আধ্যাত্মিক জগত বা আল্লাহর সিফাতের হাকীকত প্রকাশিত হওয়ার জগতকে বুঝানো হয়

৪। লাহুত – আল্লাহর জাত ও সত্তার অস্তিত্ব অনুভব করার জগতকে বুঝানো হয়।

স্তর অনুযায়ী জিকির সমূহ:-

১। নাসুত স্তরের জিকির – লা ইলাহা ইল্লাল্লাহ

২। মালাকুত স্তরের জিকির – ইল্লাল্লাহ

৩। জাবারুত স্তরের জিকির – আল্লাহ্

৪। লাহুত স্তরের জিকির – হু