সুফিয়ায়ে কেরামগণের মতে. আত্মার উন্নতির স্তর হল ৭টি
১। এশক বা প্রেম
২। মারিফত বা তত্বজ্ঞান
৩। তাওহীদ বা একত্ববাদ
৪। আজিজি বা আদব
৫। ধ্যান বা গবেষনা
৬। মাওলার স্মরণ
৭। ফানা (বিলীন) হওয়া
► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা
► পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।
► পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।
হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408
আপনার মতামত লিখুন :