রোজা হলো ফারসী শব্দ এর আরবী সাওম যার অর্থ হলো নীরব থাকা, বিরত থাকা, শরীয়তের যেমন রোজা আছে, তেমনি মারিফতেরও রোজা আছে।
শরীয়তের রোজা: সুবহে সাদিক হইতে সূর্যাস্ত পর্যন্ত, সকল প্রকার পানাহার ও স্ত্রী সহবাস হইতে বিরত থাকার নাম শরীয়তের রোজা।
মারিফতের রোজা: কুপ্রবৃত্তি, লোভ লালসা, হইতে বিরত হয়ে ক্ববল আল্লাহর ধ্যান খেয়ালের মাধ্যমে মওলার স্মরণে থাকাকে মারিফতের রোজা বলে। শরীয়তের রোজা নির্দিষ্ট সময়ের জন্য, আর মারিফত বা তরিকতের রোজা সারা বছর সর্বক্ষণ। (সূত্র: সিররুল আসরার)
রমজান অর্থ : জালিয়ে দেওয়া, পুরিয়ে দেওয়া অর্থাৎ রোজার মাধ্যমে নিজের আমিত্বকে জ্বালিয়ে, পুরিয়ে ধ্বংস করে দেওয়াকে রমজান বলে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, এমন বহুসংখ্যক রোজাদার আছে, যাহারা ক্ষুধা, পিপাসায় কাতর থাকা ব্যাতীত অন্য কোন প্রকার উপকার হয় না। (নাসায়ী শরীফ হাদিস নং-৩৯৪৯)।
শরীয়তের রোজা খাদ্য গ্রহণের মাধ্যমে শুরু, ইফতার গ্রহণের মাধ্যমে শেষ, আর মারিফতের রোজা ইফতার দিয়ে শুরু ইফতার দিয়ে শেষ। এখানে। ইফতারের তাৎপর্য হলো যে, আপন সত্তা হতে তারাতারি দেহমনকে বিচ্ছিন্ন করে। আমিত্বকে চির অবসান ঘটাইয়া আপন রবের দিকে মনোনিবেশ করা।
(অর্থাৎ ইফতার বলতে আপন রবের জাগরণকে বোঝায়)
► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা
► পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।
► পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।
☎ হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408
আপনার মতামত লিখুন :