মাকতুবাতে ইমাম রাব্বানী কিতাবে লিখিত আছে-
১। নিজের পীর হইতে অন্য পীরকে ভাল মনে করিলে, নিজের পীরের ফয়েজ লাভ হইবে না।
২। মুরিদ সকল দিক হইতে মনকে, পীরের দিকে নিয়োজিত করে রাখবে, যথাশক্তি জান-মাল দিয়ে খেদমত করিবে।
৩। পীরের হুকুম ব্যতীত নফল ইবাদত বা জিকিরাদী তাহার সম্মুখে করিবে না ।
৪। পীরের সম্মুখে বসিয়া পীরের দিকে মনযোগ দিয়ে তাকিয়ে থাকবে, অন্যদিকে তাকাইবে না।
৫। মুরীদ এমন স্থানে দাঁড়াইবে না, যাহাতে পীরের শরীরে মুরীদের ছায় পড়ে।
৬। পীরের ব্যবহৃত খাছ, বর্তন, পেয়ালা, গ্লাস ইত্যাদি ব্যবহার করিবে না।
৭। পীরের সম্মুখে, পীছ দিয়ে বসিবে না ও পীরের দিকে থুথু ফেলিবে না।
৮। পীরের সকল কাজ ভাল মনে করিবে, যদিও প্রকাশ্যে উহা ভাল মনে না হয়। কেননা কামেল পীর আল্লাহর তরফ হইতে এলহাম প্রাপ্ত হইয়া কাজ করিয়া থাকেন।
৯। খানা পিনা ও লেবাছাদী পরিধান করা, ছোট বড় সব কাজে পীরের অনুসরণ করিবে।
১০। পীরের কোন কাজ চাল চলনে কোন সন্দেহ করিবে না।
১১। পীরের সম্মুখে উচ্চ শব্দে কথা বলিবে না।
১৩। পীরের কোন কাজ কর্মে সন্দেহ হলে, মুরীদ তাৎক্ষণিত পীরের নিকট আরজ করিবে।
১৪। পীরের নিকট থেকে রুহানী তাওয়াজ্জুহ ফয়েজ হাসিলের জন্য, সব সময় মুরীদ আদবে থাকতে হবে।
১৫। পীরের নিকট কারামত দেখিতে চাইবে না, কেননা কাফের নাফরমান ব্যতীত নবী করিম (সা.) এর নিকট কেহ মোজেজা দেখিতে চাহি নাই।
-(মাকতুবাত শরীফ)
► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা
পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।
পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।
হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408
আপনার মতামত লিখুন :