হযরত রাসূল (সা.) আমাদের মত সাধারণ মানুষ নন


তরিকত ফাউন্ডেশন প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২২, ২:১১ অপরাহ্ণ /
হযরত রাসূল (সা.) আমাদের মত সাধারণ মানুষ নন

প্রশ্ন: হযরত মুহাম্মদ (সা.) আমাদের মত সাধারণ মানুষ ছিলেন কী-না?

 

উত্তর: হযরত মুহাম্মদ (সা:) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল। দুনিয়ার মানুষেরা গুনাহের মধ্যে লিপ্ত। আর মুহাম্মদ (সা:) হলেন গুনাহ থেকে মুক্ত। যার কোন তুলনা হয় না। 

আলাহ তায়ালা তার প্রিয় হাবীবকে নিজে বাশার বলেননি বরং তার হাবীবকে বিনয় প্রকাশের উদ্দেশ্য নিজের পরিচয় দিতে বলেছেন এভাবে :

قل انما انا بشر مثلكم يوحى إلى

অর্থ: বলুন, আমি তোমাদের মতই একজন বাশার, তবে আমার উপর ওহী আসে। তোমাদের উপর ওহী আসে না। (সুরা কাহাফ ১১০)।

 

আয়াতের ব্যাখ্যা :

 هذا كلمي حصر انما – امر حاضر واحد – قل 

এখানে কুল এর পরে ইন্নামা শব্দ এসেছে  আর ইন্নামা শব্দটি  কালিমায়ে হাছর, হাছর শব্দটি এসেছে একমাত্র অর্থ দেয়ার জন্য। 

 

হে নবী একমাত্র আপনার জবানে আপনি বলুন, ‘আরা’ আমি ‘বাশার’ অর্থ যিলদুল অর্থাৎ চামড়া নকশা-নমুনা-সুরতে দেখতে আমি তোমাদের ‘মিছলুকুম’ মত মানুষ। নবিগো এ কথাটা একমাত্র আপনার জবানে আপনি বলুন। এরপর ‘ইয়ু হা ইলাইয়া’! আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। অর্থাৎ আমি তোমাদের মত সাধারণ মানুষ নই। 

 

আরবের কাফেররা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মত মানুষ বলত

কুরআনে আছে :

মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা – অর্থ তারা বলত, নবী আমাদের মত মানুষ ছাড়া অন্য কিছু নন। (সুরা ইয়াসিন: আয়াত ১৫ )

উক্ত আয়াতে কারিমা থেকে প্রমাণিত হলো.  রাসুল সা: কে আমাদের মত মানুষ বলত কাফেরেরা নবীকে বাশার বা মানুষ বলা এটা কাফেরদের উক্তি, মুমিনের উক্তি নয়। আর সাহাবায়ে কেরাম রাসুল পাক সা: কে সর্বশ্রেষ্ট রাসুল জানতেন। অন্য এক যায়গায় কুরআনে আল্লাহ বলেন,

ولئن أطعتم بشرا مثلكم انكم إذا لخيون

অর্থ: যদি তোমরা তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা নিশ্চিত রূপেই ক্ষতিগ্রস্ত হবে। (সুরা মু’মিনুন-৩৪)। সুতরাং নবীকে কেহ যদি আমাদের মত মানুষ মনে করে অনুস্বরণ করে তাহলে সে ধ্বংশ হবে। অথচ নবীজী নিজেই বলেছেন-  আইয়ুকুম মিসলি:- তোমাদের কে আছে আমার মতো? অর্থাৎ আমার মত পৃথিবীতে কেহ নেই ( বোখারী শরীফ ১ম খন্ড ২৬৩ পৃষ্টা )

অন্য হাদিছে বলেছেন : লাছতুকা আহাদু মিনকুম, কিন্তু আমি তোমাদের কারো মতো নয়। তিনি এমন নবী যার সামনে জোরে কথা বললে বা বেয়াদবি করলে জীবনের সকল আমল বরবাদ হয়ে যায়। ( বোখারী শরীফ ১ম খন্ড ২৬৩ পৃষ্টা )

আল্লাহ তায়ালা বলেন : 

آن تحبط أعمالكم وأنتم لا تشترون

অর্থ : তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে, আর তোমরা তা বুঝতেও পারবে না।

(সুরা হুজরাত ২)।