কি কি কারণে পীর পরিবর্তন করা যায়
একাকী চেষ্টা করে মানুষ কখনো আল্লাহর সন্ধান লাভ করতে পারে না। এজন্য উপযুক্ত পথ প্রদর্শকের প্রয়োজন। কামেল অলী মোর্শেদ হিসেবে মানুষকে আল্লাহ প্রাপ্তির পথ দেখিয়ে থাকেন। নিশ্চিতভাবে আল্লাহকে পাওয়ার সাধনায় মানুষ শিক্ষক হিসেবে পীর গ্রহণ করে থাকেন। যদি পীর গ্রহণ করার পরে ওই উদ্দেশ্য সফল না হয়, তবে লক্ষ্যে পৌঁছতে হলে পুনরায় ভিন্ন পীর ধরতে হবে।
সাধারণতঃ তিন কারণে পীর ত্যাগ করে পুনরায় ভিন্ন পীর গ্রহণ করতে হয়।
প্রথমতঃ পীরের নির্দেশ মত যথাসাধ্য আমল করেও মুরীদ যদি আধ্যাত্মিক উন্নতি লাভে ব্যর্থ হয়, তবে ভিন্ন এমন এক পীর গ্রহণ করতে হবে, যার সাহায্যে মুরীদ লক্ষ্যস্থলে পৌঁছতে পারে।
দ্বিতীয়তঃ পীর দূর দেশে থাকলে যোগাযোগের অসুবিধায় যদি মুরীদের শিক্ষার বিঘœ ঘটে, এ অবস্থায় ভিন্ন পীর গ্রহণ ব্যতীত মুরীদের আধ্যাত্মিক শিক্ষা সম্পূর্ণ হবে না।
তৃতীয়তঃ পীর ওফাত লাভ করলে মুরীদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য পুনরায় ভিন্ন পীর ধরতে হয়।
উপরোক্ত কারণ তিনটির যে কোনটিই মুরীদের জন্য প্রযোজ্য হোক না কেন, কাল বিলম্ব না করে তাকে অবশ্যই কামালিয়াত সম্পন্ন ভিন্ন পীরের কাছে যেতে হবে।
আপনার মতামত লিখুন :