জেনে নিন কলব সংশোধন করার বিশেষ উপায়


তরিকত ফাউন্ডেশন প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৫:৫০ অপরাহ্ণ /
জেনে নিন কলব সংশোধন করার বিশেষ উপায়

কলব সংশোধন করার বিশেষ উপায়

আমরা প্রত্যেকেই আশা-আকাঙ্ক্ষা আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়া,  তবে আল্লাহর প্রিয় ব্যক্তি হতে গেলে সঠিক সুন্দর এখলাসের সহিত এবাদত করার প্রয়োজন।  আর এখলাসের সহিত এবাদত করতে হলে কলব সংশোধন বা নিজেকে ইসলাহ করা জরুরি, তবে কলব ইসলাহ করার মূল মন্ত্র হলো জিকির।

জিকির দ্বারা কলব পবিত্র করা হয়, প্রিয়তমের যিকির দ্বারাই অন্তর খোরাক পায়, ফলে কলব শক্তিশালী ও পবিত্র হয় ।  আল্লাহ অধিক জিকির কারিকে আপন করে নেন । তৌহিদ অর্থাৎ শুদ্ধ ও সঠিক করার জন্যই জিকিরের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তাওহীদের জন্য বেশি উপকারী। 

এ সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণিত আছে : 

واذا قيل لهم لا اله الا الله يستكبرون বাংলা উচ্চারণ: ওয়াইজা কি লালাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস তাকবিরুন

অর্থাৎ:  যখন কাফেরদের বলা হয় আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই তখন তারা অহংকার করে (সুরা সাফফাত-৩৫) 

 فاعلموا انه لا اله الا الله বাংলা উচ্চারণ: ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ।

অর্থাৎ জেনে রাখ নিশ্চয় আল্লাহ তাআলাই মাবুদ হওয়ার উপযুক্ত (সূরা মুহাম্মদ আয়াত ১৯)

আরেক হাদীসে উল্লেখিত আছে: افضل الذكر لا اله الا الله আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ্। 

অর্থাৎ: নেক আমলের বদলা জান্নাত লা-ইলাহা ইল্লাল্লাহ এর বদলা আল্লাহর সাক্ষাৎ

বিশ্বাসের সহিত পাঠে অন্তরের গফুরের অন্ধকার দূর হয় আর নবীর জিকির কাদেরিয়া তরিকার জিকির

 

► লিখক : তরিকত ও তাছাউফ গবেষক, রেজভীয়া দরবার শরীফের খলিফা

পীর গাজী হাবিবুর রহমান রেজভী সূফিবাদী।

পীর সাহেব : রেজভীয়া হাবিবিয়া দরবার শরীফ, গোয়াতলা, কটিয়াদি, কিশোরগঞ্জ।

☎ হুজুরের সাথে যোগাযোগঃ- 01715-261408