হক্কানী পীরের তাওয়াজ্জুহ এর উপকারিতা সমূহের মধ্যে অন্যতম একটি উপকারিতা হল, মানব দেহে আলমে খালক সম্পর্কিত লতিফা সমূহের জিকিরের হালত প্রকাশ পাওয়া যায়। যেমন, আব, আতশ, খাক, বাদ।
১। আব বা পানি :- এ লতিফার জিকির জারী হলে পানির প্রকৃতি হিসাবে সমস্ত শরীর শীতল বোধ হবে। পানি দেখা যেতে পারে, এমনকি কারো কারো ক্ষেত্রে পানির জিকিরও শুনা যেতে পারে।
২। আতশ বা আগুন :- এ লতিফার জিকির জারী হলে আগুনের প্রকৃতি হিসাবে সমস্ত শরীর গরম অনুভব হবে। আগুন দেখা যেতে পারে এমনকি আগুনের জিকিরও শুনা যেতে পারে।
৩। খাক বা মাটি :- এ লতিফার জিকির জারী হলে মাটির প্রকৃতি হিসাবে সমস্ত শরীর ভারী বোধ হবে। মাটি দেখা যেতে পারে।
৪। বাদ বা বাতাস :- এ লতিফার জিকির জারী হলে বাতাসের প্রকৃতি হিসাবে সমস্ত শরীর হালকা মনে হবে। যেমন আল্লাহ বলেন,
يسبح لله ما في السماوات وما في الارض
আসমান জমীন যা কিছু আছে সবকিছুই আল্লাহর তাসবীহ পাঠ করে বা জিকির করে। ( সুরা জুমুআ-০১)
আপনার মতামত লিখুন :